April 28, 2024, 10:40 am

শ্রীপুরে উপহারের ঘর পাওয়ায় প্রধানমন্ত্রীকে স্বর্ণের নৌকা উপহার দিতে চান রেজাউল

0 0
Read Time:2 Minute, 54 Second

ইকবাল হোসাইন

ছোট ব্যবসায় সংসার চলে রেজাউলের। পাঁচ সদস্যের সংসার। সামান্য আয় দিয়ে জীবন চললেও জমি কেনার সাধ্য নেই তার। পরিবার নিয়ে এখানে ওখানে থেকেছেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। এখন তার মাথা গুঁজার ঠাই হয়েছে। তাতেই খুশি রেজাউল। মনে ইচ্ছা পোষণ করতেন প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার । দীর্ঘ এক বছর ধরে সামান্য আয় থেকে টাকা জমিয়ে প্রধানমন্ত্রীর জন্য তৈরী করেছেন স্বর্ণের নৌকা। রেজাউল ইসলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বড়চালা গ্রামের আশ্রয়ন প্রকল্প-২ এর বাসিন্দা। তিনি ঝিনাদঞ জেলার মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের মৃত মো: শরিফ প্রধানের ছেলে। শুক্রবার দুপুরে কথা হয় রেজাউলের সাথে। তিনি জানান, মাছের ব্যবসা ছিলো তার। ব্যবসার লোকসান গুনতে হারিয়েছেন ভিটে মাটি। স্ত্রী সন্তান নিয়ে মাথা গুঁজার ঠাঁই ছিলনা তার। এখানে ওখানে থেকেছেন। প্রধান মন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন রেজাউল। তাতে তিনি অনেক খুশি। প্রধানমন্ত্রী দেশের গৃহহীনদের ঘর দিয়ে ঠিকানা দিয়েছেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রীকে উপহার দিবার ইচ্ছা লালন করছেন মনে। সেই ইচ্ছা থেকেই এক বছরের বেশী সময় ধরে ব্যবসার সামান্য আয় থেকে জমিয়েছেন টাকা। আর সে টাকায় প্রধানমন্ত্রীকে উপহার দেবার জন্য তৈরী করেছেন স্বর্ণের নৌকা। তার নৌকা কিভাবে পৌছবে প্রধান মন্ত্রীর হাতে! এর কোন উপায় খুজে পাচ্ছেনা রেজাউল। বিভিন্ন জনের কাছে গিয়েও কোন পথ পাননি। তার উপহারটি প্রধানমন্ত্রীর হাতে পৌছে দিতে রেজাউল সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছা: হাছিনা মমতাজ জানান, বড়চালা গ্রামের আশ্রয়ন প্রকল্পের একজন ।প্রধানমন্ত্রীকে উপহার দিবেন এমনটি তিনি শুনেছেন। তার কাছে এলে তিনি ব্যবস্থা নিবেন।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

এই ক্যাটাগরির আরো সংবাদ

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ