হিরো জাহাঙ্গীর এবার ঈদে নতুন ভাবে প্রকাশ করতে যাচ্ছে।তার নতুন গান “হিরো জাহাঙ্গীর যায় যায়” শিরনামে একটি গানের মাধ্যমে।গানটি পরিচালনা করছেন ইকবাল হোসাইন মাহমুদ,ক্যামেরা ও Vfx এর কাজ করছেন নাদিম মাহমুদ নয়ন এবং এ্যাকশন পরিচালনা ও প্রথমবারে মতো ভিলেন চরিত্রে অভিনয় করছেন পরিচালক এম এম কে রাজ।
এতে আরো অভিনয় করেছেন এক ঝাক তারকা-আনিশা,সাথী,সাদ্দাম সরকার, ইউসুফ রাজ, কবি খালেদ সাইফুল্লাহ সহ আরো অনেকে।গানটি মিউজিক করেছেন ইউসুফ রাজ, কন্ঠ দিয়েছেন শিল্পী সুমন।দীর্ঘ দের বছর পরিকল্পনা করার পর এই গানটি ঈদুল আযহায় রিলিজ দেওয়ার জন্য শু্টিং এর কাজ শেষ করা হয়েছে।ব্যস্ততম শহর নরসিংদী বাস টার্মিনালে ও নাগরাকান্দি সেতুর উপরে খুব কড়া রোদে কাজটি সর্ম্পূন করা হয়েছে।হিরো জানান নিজেস্ব ইউটিউব চ্যানেলে A to Z HD MEDIA তে রিলিজ করা হবে এই পবিত্র ঈদুল আযহা ২০২২-এ ।তাদের আরো অনেক গান এই চ্যানেলে আছে।হিরু জানান, আরো কিছু কাজ আমাদের হাতে আছে তা অতি শীঘ্রই কাজ শুরু করবো।আমরা ভাল কিছু কাজ করতে চাই এই জন্য সবার দোয়া চাই ।
Leave a Reply