April 25, 2025, 4:18 pm

রায়পুরা সায়দাবাদ ফেরিঘাট সংলগ্নে মেঘনা নদী থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

ইকবাল হোসাইন

 রায়পুরা সায়দাবাদ ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি অজ্ঞাতনামা লাশ দেখা গিয়েছে । লাছটি দেখতে এলাকার হাজার হাজার মানুষ ভিড় করেছে । খবর শুনে  রায়পুরা থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হলেন । এবং নৌ পুলিশের সহায়তায় লাছটি উদ্ধার করেন। এলাকাবাসী জানান কেউ লাশটিকে শনাক্ত করতে পারেনি । সম্ববতো উজান থেকে লাছটি ভেসে এসেছে। পুলিশ ময়নাতদন্তের পর জানা যাবে।  ময়নাতদন্তের জন্য লাশ পানি থেকে উঠানাে হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ