নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের পুণাঙ্গ কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নরসিংদী জেলার রায়পুরার কৃতি সন্তান মো. দুলাল মিয়া।
তিনি সরকারি তিতুমীর কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন। স্কুলে পড়াশোনার শুরু থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পরেন।
মোঃ দুলাল মিয়া রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের দড়িগাঁও এর আব্দুল হাসিম মিয়ার দ্বিতীয় সন্তান। ছাত্রলীগের একজন ত্যাগী কর্মী হিসেবে সুনামের সহিত কাজ করে আসছেন তিনি। বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যেও বলিষ্ঠ নেতৃত্বের পরিচয় দিয়েছেন তিনি। এর আগে নিলক্ষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
তিতুমীর কলেজে দায়িত্ব পাওয়ার পর দুলাল মিয়া বলেন, সংগঠনের পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথাযথ পালন করবো। যতদিন বাঁচবো বঙ্গবন্ধুর আদর্শের এক কর্মী হিসেবে বাচবো।
Leave a Reply