-
- অন্যান্য, খোলামত, সারাদেশ
- এবার রোজা হবে ৩০ নাকি ২৯টি, জানালেন জ্যোতির্বিদরা
- প্রকাশের সময় : March, 19, 2025, 9:48 pm
- 112 বার এই সংবাদটি পড়া হয়েছে
ইকবাল হোসাইন : আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের গবেষকরা জানিয়েছেন, আরব দেশগুলোতে আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা কম। এ কারণে রোজা ৩০টি পূর্ণ হতে পারে এবং ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ গত বুধবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।জ্যোতির্বিদ্যা কেন্দ্রের মতে, ২৯ মার্চ (শনিবার) শাওয়াল মাসের চাঁদ দেখা ‘প্রায় অসম্ভব’। তবে, চাঁদ দেখার চিরাচরিত পদ্ধতি অনুসরণ করে বিশ্বের বিভিন্ন দেশে পরদিন, ৩০ মার্চ (রোববার) ঈদুল ফিতর পালনের ঘোষণা আসতে পারে।
এদিকে, ২৯ মার্চ দুপুরে মৌরিতানিয়া, মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়ার মতো পশ্চিম আরব বিশ্বের কিছু অঞ্চলে একটি আংশিক সূর্যগ্রহণ দৃশ্যমান হবে। সূর্যগ্রহণ হলো একটি স্পষ্ট জ্যোতির্বিদ্যা ঘটনা, যা চোখে দেখা যায় এবং এটি নিশ্চিতভাবে প্রমাণ করে যে ঐ সময়ে বা তার পরবর্তী সময়ে অর্ধচন্দ্র দেখা যাবে না।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পক্ষ থেকে বলা হয়েছে, এই বৈজ্ঞানিক ও পর্যবেক্ষণযোগ্য প্রমাণের পরিপ্রেক্ষিতে ঐ দিন চাঁদ দেখা গেছে বলে দাবি করা উচিত হবে না, কারণ তা জ্যোতির্বিদ্যার বাস্তবতার সাথে অসঙ্গতিপূর্ণ হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
এই ক্যাটাগরির আরো সংবাদ
Leave a Reply