April 25, 2025, 3:39 pm

একটি গাছ সারাজীবনের বন্ধু, গাছ লাগান গাছের পরিচর্যা করুন।

ইকবাল হোসাইন:

একটি গাছ সারাজীবনের বন্ধু, গাছ লাগান গাছের পরিচর্যা করুন। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে একতারা ফাউন্ডেশন আজ দিনব্যাপী নরসিংদী রায়পুরা শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচী ২০২৩ ও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা শীর্ষক সেমিনার আয়োজন করেছে। দিনব্যাপী এই কর্মসূচির আওতায় সবুজ পাহাড় বিশ্ববিদ্যালয় অনার্স কলেজে সকাল ১০টায় , করাইতলা বিদ্যানিকেতন স্কুলে দুপুর ১২ টায় ও রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজে দুপুর ২ টায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবুজ পাহাড় অনার্স কলেজের অধ্যক্ষ জনাব মোঃ গিয়াস উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ বজলুল কবির ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন এর মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, ফাউন্ডেশন এর পরিচালক ডেন্টিস আলতাব হোসেন, ফাউন্ডেশন এর পরিচালক ইকবাল হোসেন মাহমুদ, কলেজ এর শিক্ষক বৃন্দু , কমিটির সদস্য ও কলেজ এর শিক্ষার্থীগন।

করাইতলা বিদ্যানিকেতন স্কুলে বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, ফাউন্ডেশন এর পরিচালক ফাহমিদা হক উর্মি, ফাউন্ডেশন এর পরিচালক ইকবাল হোসেন মাহমুদ সহ স্কুলের শিক্ষকগন। রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজে বৃক্ষ রোপণ কর্মসূচীতে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অত্র কলেজের অধ্যক্ষ ডক্টর শফিউল আজম কাঞ্চন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একতারা ফাউন্ডেশন প্রতিষ্ঠা মহাসচিব নাসিমুল ইসলাম নাসিম, ফাউন্ডেশন এর পরিচালক ইকবাল হোসেন মাহমুদ সহ কলেজের শিক্ষক বৃন্দু। প্রতিটি কর্মসূচিতে গাছের চারা পরিচর্যা করন সহ গাছের ভূমিকা শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এর পর শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়। বিতরণ কৃত গাছের চারার মধ্যে বিভিন্ন জাতের ফলজ গাছ ছিল। এই কর্মসূচিতে সকলের অংশগ্রহণের ফলে দেশের বৃক্ষ রোপণ কর্মসূচী কে জনগণের মাঝে আরো উৎসাহিত বাড়াতে পারবে বলে আশা করা হচ্ছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ