ইকবাল হোসাইন
গত১৬ইজুন রোজ সোমবার ২০২৫ইং তারিখে মধ্যনগর দক্ষিন পাড়া সবুজ বাংলা একাডেমীর উদ্যোগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। এই প্রীতি ফুটবল ম্যাচে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব তৈয়ব হোসেন তবু বিশিষ্ট্য সমাজ সেবক। প্রধান অতিথি ছিলেন জনাব সবুজ আহম্মেদ প্রবাসি ইতালি ও বিশিষ্ট্য সমাজ সেবক। উদ্বোধক হিসেবে ছিলেন জনাব সেলিম মিয়া বিশিষ্ট্য সমাজ সেবক। প্রধান উপদেষ্টা জনাব মনির মিয়া প্রাবাসি কুয়েত। বিশেষ অতিথি ছিলেন জনাব মহিবুর রহমান বিশিষ্ট্য সমাজ সেবক ও চাকরীজিবী। বিশেষ অতিথি ছিলেন জনাব মোজাম্মেল হক সরকার, সেক্রেটারি পাড়াতলি ইউনিয়ন বি এন পি। ধারা ভাষ্যকার ছিলেন ইব্রাহিম খলিল বাবু শিক্ষক আদর্শ কিন্ডারগার্ডেন ও নাজমুল হক ইনচার্জ ইসলামি ব্যাংক মধ্যনগর বাজার এজেন্ট। ফুটবল খেলায় অংশগ্রহন কারী দল হলো লাল দল বনাম সবুজ দল। হাজার দর্শকে ঝাকজমক ভাবে খেলাটি অনুষ্ঠিত হয়।
Leave a Reply