
ইকবাল হোসাইন
গত ১০/১২/২০২৫ ইং তারিখে বার্তা বাহক ফেইজবুক পেইজ আয়োজিত গ্রাম ভিত্তিক মিনি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ভেলোয়ার চর। এই খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিাত ছিলেন এম এন জামান যুগ্ন সাধারণ সম্পাদক বিএন পি নরসিংদী জেলা শাখা ।সাবেক সফল সভাপতি রায়পুরা উপজেলা বিএনপি।উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস সাবেক মেয়র রায়পুরা পৌরসভা। সহ সভাপতি সাইফুল হক।উভ্দক ছিলেন শাহ আলম সাবেক চেয়াম্যান শ্রীনগর ইউনিয়ন পরিষদ। বিশেষ আর্কশন নাজমুল হক ভুইয়া মোহন।সঞ্চালনায়: এড. মেহেদী হাসান সহ এলাকার নেত্রীবৃন্দ।এই সময় সভাপতি বলেন এই খেলার মধ্যমে সন্ত্রাস ও মাদক মুক্ত এলাকা হোক আমরা চাই। প্রয়োজন হলে পাশে থেকে সহযোগিতা করবো।অবশেষে দুই দল ফাইনাল খেলায় অংশগ্রহন করেন। মধ্যনগর বনাম পাড়াতলী। খেলায় ১৩৮ রানে পাড়াতলীকে পরাজিত করেন মধ্যনগর ক্রিকেট টিম।
Leave a Reply