December 13, 2025, 2:55 am

লালন কন্যা নাসরিন আক্তার বিউটির জন্মদিনে ভক্তদের শুভেচ্ছা বার্তা

ইকবাল হোসাইন

বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এক অনন্য নাম নাসরিন আক্তার বিউটি- ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে যিনি একসময় কোটি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আজ তার জন্মদিন। সঙ্গীতপ্রেমী ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে তুলেছেন এই জনপ্রিয় কণ্ঠশিল্পীর টাইমলাইন।

নাসরিন আক্তার বিউটি কেবল জনপ্রিয়তার কারণেই নয়, শিক্ষাগতভাবেও সঙ্গীতে প্রতিষ্ঠিত। তিনি সঙ্গীতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, যা তার শিল্পীজীবনে এক গভীরতর মাত্রা যোগ করেছে। তার গানে পাওয়া যায় শুদ্ধতা, প্রশিক্ষণ এবং আবেগের এক মিশ্র সুর, যা শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হয়।

বিউটি শুধু আধুনিক ও চলচ্চিত্রের গানেই নয়, বরং বাউল সঙ্গীতেও তার দখল অনন্য। বিশেষ করে ফকির লালন শাহের গান পরিবেশনায় তিনি নিজস্ব আবেগ ও সুরের অনন্য জাদু ছড়িয়ে দিয়েছেন। তার কণ্ঠে ‘লালনের দর্শন’ যেন নতুন করে শ্রোতার কাছে জীবন্ত হয়ে ওঠে।

জন্মদিনের এই বিশেষ দিনে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নাসরিন আক্তার বিউটি বলেন- “আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হলো শ্রোতাদের ভালোবাসা। তাদের ভালোবাসাই আমাকে নতুন করে গান করার অনুপ্রেরণা দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আগামীতেও ভালো ভালো গান উপহার দিতে পারি।”

সহকর্মীদের মতে, নাসরিন আক্তার বিউটি সাদামাটা জীবনযাপন করলেও সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ও নিবেদন অসাধারণ। নতুন প্রজন্মের অনেক শিল্পী তার গান থেকে অনুপ্রেরণা পান।

আজকের দিনে সঙ্গীতচর্চার পাশাপাশি তিনি সমাজসেবামূলক কাজেও নিয়মিত অংশ নিচ্ছেন। তরুণ শিল্পীদের উদ্বুদ্ধ করতে নানা উদ্যোগের সঙ্গে যুক্ত আছেন তিনি।

সঙ্গীতপ্রেমীরা বিশ্বাস করেন- বাংলাদেশের সঙ্গীতজগতে নাসরিন আক্তার বিউটির অবদান ও তার গানের ঐতিহ্য আগামী প্রজন্মের শিল্পীদের পথপ্রদর্শক হয়ে থাকবে।

সুত্র: আলোকিত খবর।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ