শফিকুল ইসলাম, রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় রেলওয়ে স্টেশনের ভাসমান শীতার্ত মানুষদের গায়ে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী ‘রায়পুরা প্রেসক্লাব’ সদস্যরা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা প্রশাসনের সহযোগিতায় রায়পুরা পৌর শহরের মেথিকান্দা রেলওয়ে স্টেশনের ভাসমান প্রায় অর্ধশত শীতার্ত মানুষদেরকে রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফরিদ উদ্দিনের নেতৃত্বে কম্বল বিতরণ করে উষ্ণতার ছড়িয়েছে। গণমাধ্যম কর্মীদের এই মানবিক উদ্যােগকে সাধুবাদ জানিয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মাসুদ রানা ভাসমান শীতার্ত মানুষদের উষ্ণতা ছড়াতে সামিল হন। এ সময়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মোঃরফিকুল হক,যুগ্ম সাধারণ সম্পাদক সালেক আহমেদ (পলাশ),সহ-সভাপতি তন্ময় সাহা, ক্রীড়া সম্পাদক ও আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংস্থা (রিপোর্টার্স উইদাউট বর্ডারস) তালিকা ভুক্ত বিশেষ সম্মাননা, খেতাব প্রাপ্ত সাংবাদিক শফিকুল ইসলাম সহ সকল সাংবাদিকবৃন্দরা ও সুশীল সমাজের গণ্যমান্য উপস্থিত ছিলেন। এই মানবিক উদ্যোগে রেলওয়ে স্টেশনের ভাসমান শীতার্ত মানুষের উষ্ণতায় উপকৃত হন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Leave a Reply