ফয়সাল মিয়া, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদীর রায়পুরায় আফজাল শাহ্ আল ক্বাদরী’র ১৩তম বার্ষিক ওরশ মাহফিল ও বাউলগান অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই (সেপ্টেম্বর) শনিবার উপজেলার মরজাল ইউনিয়নের চারাবাগ বাজারে আফজাল শাহ্ দরবার শরিফে ওরশ মাহফিল ও বাউলগান অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম যোদ্ধা, ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ সহ শেখ হাসিনা বিরোধী বিভিন্ন আন্দোলনের সাহসী ছাত্রদল নেতা ও রায়পুরা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সানজিদুল ইসলাম তুহিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভা বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হওয়া ওরশ মাহফিলে বাউল গান পরিবেশন করেন দেশের খ্যাত নামা বাউল শিল্পীরা।
Leave a Reply