April 25, 2025, 2:47 pm

রায়পুরায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক ওরিয়েন্টেশন কর্মশালা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত “শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ১ম সংশোধন” শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ ফাতেমা আক্তার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ মো. হাসমত উল্লাহ, জেলা তথ্য কর্মকর্তা ওবাইদুল কবীর মোল্লা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. সাইফুল আলম।

ওরিয়েন্টেশন কর্মশালায় শিক্ষক, ইমাম, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ