April 25, 2025, 3:20 pm

বেলাবতে ত্রিপল মার্ডার ঘরে-মা-দুই-সন্তানের লাশ

নরসিংদীর বেলাবতে মা ও এক ছেলে ও এক মেয়ের লাশ পাওয়া গেছে। তিনজনের মধ্যে মা রহিমা বেগম(৩৫)কে ধারালো অস্ত্রের আঘাতে ছেলে রা্ব্বি শেখ(১৩)কে ও মেয়ে রাকিবা(৬) কে শ্বাসরোদ্ধ করে হত্যা করা হয়। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা গ্রামের শেখ বাড়িতে।
নিহত রহিমা ভাবলা গ্রামের শেখ বাড়ির গিয়াস উদ্দীন শেখের স্ত্রী ও নিহত রাব্বি ও রাকিবা গিয়াস উদ্দীনের দুই সন্তান।
প্রত্যক্ষদর্শী জানান, নিহত রহিমা স্বামী গিয়াসউদ্দীন শেখ পেশায় একজন রং মিস্ত্রি। তিনি গতকাল রাতে গাজিপুরের একটি উচ্চ বিদ্যালয়ে রং মিশ্রির কাজ করার জন্য চলে যান। রাতেই তার অনুপস্থিতে কে বা কারা ঘরে ঢুকে তার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে। তবে নিহতে ভাই নাসির শেখের দাবি পার্শবর্তী আব্দুর রহমানের ছেলে রেনু শেখের সাথে গিয়াস উদ্দীনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে দীরর্ঘদিন ধরে। তিনি ঘটনার আগের দিনও নাকি তার ভাইকে হুমকি দিয়েছিল।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,পশ্চিম পাশের মাটির ঘরের মেঝেতে গৃহবধুর রক্তাক্ত লাশ। তার কপাল ও পেটে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিন্হ রয়েছে। দক্ষিন পাশের মাটির ঘরের খাটে দুই সন্তান রাব্বি ও রাকিবার লাশ। রাব্বিকে ধারালো অস্ত্রের আঘাতে ও রাকিবাকে শ্বাসরোদ্ধ করে হত্যা করে রাখা হয়েছে।
এলাকাবাসি লোমহর্ষক এ ঘটনার জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
নিহতের ভাই নাসির শেখ বলেন,আমাদের চাচাত ভাই রেনু শেখের সাথে আমার ভাই গিয়াসউদ্দীন শেখের জমি সংক্রান্ত দ্বন্ধ ছিল। গতকালও আমার ভাইয়ের সাথে একটি গাছ কাটা নিয়ে রেনু শেখের কথা কাটাকাটি হয়। তখন রেনু শেখ আমার ভাইয়ের বড় ধরনের ক্ষতি করবে এমন হুমকী দিয়েছে। আমার ধারনা সেই আমার ভাই বৌ ও দুই সন্তানকে হত্যা করেছে।
নিহত গৃহবধুর স্বামী গিয়াস।উদ্দীন শেখ কান্না জড়িত কন্ঠে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকাকে জানান,প্রতিবেশি রেনু শেখের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে। গতকালকে আমি রং মিস্ত্রি কাজ করার জন্য গাজিপুরে ছিলাম। আমার ধারনা রেনু শেখ ভাড়াটিয়া কিলার দিয়ে আমার স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করেছে।
ঘটনাস্থলে বেলাব থানা পুলিশ,ডিবি,সিআইডি,পিবিআই,অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
ঘটনাস্থলে থাকা অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শাহেব আলী পাঠান বলেন,ঘটনাস্থলে এসে ঘটনার সত্যতা পেয়েছি। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্ঠা চলছে।
সরেজমিনে গিয়ে জানা যায়
নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে রোববার সকাল ৭টার দিকে তাদের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।
নিহতরা হলেন ৩৬ বছর বয়সী রহিমা বেগম এবং তার ১৩বছর বয়সী ছেলে রাকিব এবং ৬ বছর বয়সী রাকিবা।
রহিমার স্বামী গিয়াস উদ্দিন শেখের ভাগনে মোমেন মিয়া বিষয়টি নিশ্চিত করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাচ্ছি।’
নরসিংদী পিবিআই পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান বলেন,এটা নিশ্চত হত্যাকান্ড। আমরা এ ঘটনার রহস্য উদঘাটনেন চেষ্ঠা করছি।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ