
ইকবাল হোসাইন
রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যু সংবাদটি নিশ্চিত করা হয়েছে শরিফ ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে।
গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গেলে হঠাৎ একটি চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। গুলিটি তার মাথায় বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরিফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে শেষ হয় তার লড়াই।
এই তরুণ রাজনৈতিক সংগঠকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ইনকিলাব মঞ্চসহ দেশের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে শোক আর শূন্যতার বেদনাময় বার্তা। সুত্র: আলোকিত খবর।
Leave a Reply