December 19, 2025, 8:50 am

চর এলাকায় এ.কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান

ইকবাল হোসাইন

দুর্গম চরাঞ্চলের মানুষের শিক্ষার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবুজ-শ্যামল গ্রামবাংলার মনোরম পরিবেশে গড়ে উঠেছে এক অনন্য শিক্ষা প্রতিষ্ঠান—এ.কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা।এখানে কেবল কোরআন হিফজই নয়, বরং শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করা হচ্ছে আধুনিক ও সময়োপযোগী পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা। অভিজ্ঞ ওলামা-এ-কেরাম ও দক্ষ শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে পরিচালিত এই মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানে আরবি শিক্ষার পাশাপাশি গুরুত্বের সঙ্গে পড়ানো হয় বাংলা ও ইংরেজি ভাষা। বিশেষভাবে শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার পদ্ধতি এবং ইংরেজিতে বক্তৃতা প্রদানে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। এ.কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সাহেব বলেন । আমাদের লক্ষ্য শুধু হাফেজ তৈরি করা নয়, বরং নৈতিকতা, জ্ঞান ও আধুনিক দক্ষতায় সমৃদ্ধ একজন আদর্শ মানুষ গড়ে তোলা। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে নিয়মিত আয়োজন করা হয়গুণীজন সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ.কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা আজ দুর্গম চরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত।আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে এই প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী। এ.কে ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসা আজ দুর্গম চরাঞ্চলের শিক্ষাক্ষেত্রে এক উজ্জ্বল দৃষ্টান্ত।আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করে এই প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে দৃঢ় প্রত্যয়ী।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ