October 20, 2025, 6:58 am

নরসিংদীতে একই পরিবারের তিনজনকে হত্যা: ঘাতক স্বামী গিয়াসউদ্দিন গ্রেফতার

নরসিংদীর বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের বাবলা গ্রামে নিজ বাড়িতে স্ত্রী ও দুই সন্তান হত্যাকান্ডের হোতা নিহত রহিমা বেগমের স্বামী গিয়াস উদ্দিন শেখকে গ্রেফতার করেছে পিবিআই ।

তার আচরণ সন্দেহজনক থাকায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে তাকে পিবিআই কার্যালয়ে আনা হলে সেখানে সে হত্যাকান্ডের দায় স্বীকার করেছে বলে জানিয়েছেন নরসিংদী পিবিআই এর পুলিশ সুপার এনায়েত হোসেন মান্নান।

উল্লেখ্য, আজ সকাল ৮টার দিকে নিহতদের বাড়ীর প্রতিবেশীরা তাদের মৃতদেহগুলো ঘরের ভিতর পড়ে থাকতে দেখে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। নির্মম এই হত্যাকান্ডের রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি, জেলা গোয়েন্দা শাখা, সিআইডি ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত চালায়।

পিবিআই এর জিজ্ঞাসাবাদে গিয়াস উদ্দিন জানায় প্রতিবেশীকে ঘায়েল করতেই এই হত্যাকান্ড ঘটিয়েছেন তিনি। তবে পিবিআই এর ধারণা প্রেম ঘটিত কারণেই এ হত্যাকান্ড ঘটে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা আরো তদন্তের পর জানা যাবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ