October 10, 2025, 9:47 am

শারফিন আলমের কম্পোজিশনে মুক্তি পেয়েছে “বাজারের অবস্থা নিয়ে একটি র‌্যাপ গান

ইকবাল হোসাইন

MRB MEDIA‘র ব্যানারে শাফিন আলমের কম্পোজিশনে আট জন তরুন শিল্পীর কোরাশ গাওয়ায় মুক্তি পেয়েছে বাজারের অবস্থা নিয়ে একটি র‌্যাপ গান । গানটি ১৩ এপ্রিল সন্ধ্যা ৭টায় MRB MEDIA ইউটিউব চ্যানেলে রিলিজ করেছে মিউজিক ভিডিওটি ।বর্তমান বাজারের লাগামহীন মূল্য বৃদ্ধি নিয়ে সমসাময়িক একটি গান।
গানের সুর ও কথা কম্পোজিশন করেছেন শারফিন আলম তিনি জানান, আশা করি আপনাদের ভালো লাগবে ।দর্শকের অনুপ্রেরণা পেলে সমসাময়িক বিষয় নিয়ে আরো কাজ করতে চাই । । প্রযোজনা প্রতিষ্ঠান MRB MEDIA । কন্ঠ দিয়েছেন গানটিতে শারফিন আলম,শোভন,বিরহী রাসেল, সাইফুল, সাদ্দাম,শান্ত,শামসুল মামুন,তানজিল সরকার। ক্যামেরা ও সম্পাদনা ছিলেন ফয়সাল আহমেদ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ