April 25, 2025, 2:43 pm

১৬ মৌসুম ক্লাবের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড রোনালদোর

ইকবাল হোসাইন :

ক্যারিয়ারের পড়ন্ত বেলায় আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এর মধ্যে কাটিয়ে ফেলেছেন ১৯টি ফুটবল মৌসুম। সদ্য সমাপ্ত মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। সেই সঙ্গে টানা ১৬ মৌসুম কোনো ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার।২০০৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর সময়ের সঙ্গে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। ২০০৬ সালে ২৩ গোল দিয়ে ওয়েইন রুনির সাথে যৌথভাবে সেরা গোল সংগ্রাহক হয়েছিলেন। পরে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই রোনালদোকে নিয়ে প্রতিপক্ষ কোচদের ভীতি এতটুকুও কমেনি। এখনো তাকে আটকাতে পরিকল্পনার বাড়তি ছক সাজাতে হয়বলা হয়ে থাকে ক্যারিয়ারের সবচেয়ে বাজে সময় পার করছেন রোনালদো। তবে পরিসংখ্যান বলছে অন্য কথা। গত মৌসুমে প্রিমিয়ার লিগে তৃতীয় সর্বোচ্চ গোল সংগ্রাহক তিনি। সমান ৩৫ ম্যাচে মোহাম্মেদ সালাহ ও সন হিউং মিনের ২৩ গোলের পর ৩০ ম্যাচে ১৮ গোল তার। ব্যর্থতার দায় বলতে এতটুকুই দলকে নিয়ে যেতে পারেননি চ্যাম্পিয়ন্স লিগের আসরে।২০০৯ সালে রেড ডেভিলদের ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন রোনালদো। পরে যা করেছেন তা ইতিহাস। ক্লাবটির হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা তিনি। ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ার পূর্বে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোলের রেকর্ড গড়ে গেছেন। এ সময় প্রতিবারই হয়েছেন ক্লাবের মৌসুম সর্বোচ্চ গোলদাতা। গোলের সংখ্যায় তার ধারেকাছেও যেতে পারেননি সতীর্থদের কেউ।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ