April 25, 2025, 3:44 pm

লাকসামে গর্ভকালীন মা ও শিশুর যত্নে কর্মশালা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার লাকসাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের সহায়তায় ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে গর্ভকালীন সময়ে মায়েদের পরিচর্যা ও নবজাতক শিশুর যত্ন বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে (সোমবার) সকালে লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক, পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী জামে মসজিদের খতিব মাওঃ শহিদুর রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ খাদিজা আক্তার, লাকসাম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান স্বপন, ইসলামিক ফাউন্ডেশনের লাকসাম উপজেলা সুপারভাইজার মোঃ জুলফিকার হাসান মুরাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম এপির ভারপ্রাপ্ত এরিয়া ম্যানেজার মোঃ মহসিন খান, প্রোগ্রাম অফিসার মানিক লাল সরকার, লাকি গমেজ, অশেষ রেমা, স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সুমন যোসেফ রোজারিও, স্পন্সরশীপ এন্ড সিস্টেম সাপোর্ট অফিসার লিজা হালদার।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন।

অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রুপান্তরমুখী উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করেন লাকসাম এপি’র স্পন্সরশীপ এন্ড চাইল্ড প্রোটেকশন অফিসার সুমন যোসেফ রোজারিও।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ