ইকবাল হোসাইন
নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো কাভার্ডভ্যান চাপায় চার সবজি বিক্রেতা নিহত। এ সময় অন্তত আহত হন আরও ছয় জন। সবাই সবজি বিক্রেতা ছিলেন বলে জানান স্থানীয়রা। আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে মো ফারুক মিয়া(৫০), মাহমুদাবাদ পাগলা বাড়ির তারেব মিয়ার ছেলে মাসাকিন(৪৫), পাগলা বাড়ির বাচ্চু মিয়ার ছেলে শাজাহান ৫০ ও মাহমুদাবাদ টানপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে মো রিপন মিয়া(৩৫)।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায়। তাদের নাম পরিচয় এখনো যানা যায়নি বলে জানান পুলিশ।
ফায়ারসার্ভিস এবং পুলিশ ও স্থানীয় সূত্রে জনা গেছে, প্রতিদিনের ন্যায় ঢাকা সিলেট মহাসড়কের পাশে সবজির হাট জমে। আজ ভোরে ভৈরব থেকে ছেড়ে আসা ঢাকা মুখী জননী কোরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। একই সময় ঢাকা থেকে সিলেটগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের পাশে মাহমুদাবাদ মেশিন গড় এলাকায় রাস্তার পাশে জমে থাকা সবজির হাটে ঢুকে পড়ে। এসময় বেশ কিছু দোকান, ইজিবাইককে চাপা দেয়। এতে সবজি বাজারে থাকা বিক্রেতা পথচারী ঘটনাস্থলেই দুইজন চাপায় নিহত হয় এবং হাসপাতালে নেওয়া পথে রিপন মিয়া ও শাজাহান মিয়া নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় আহত হয় অন্তত ছয় জন।
ভৈরব বাজার ফায়ারসার্ভিস স্টেশনের ইনচার্জ আজিজুল হক বলেন, দু’টি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিকে চলে যায়। আমরা ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় খবর পেয়ে ঘটনাস্থল এসে এখান থেকে দু’টি মরদেহ উদ্ধার করি। আরও একজনকে গুরুতর আহত অবস্থায় ভৈরব পাঠাই। খবর পেলাম ওই লোকও নেয়ার পথে নিহত হন।
ভৈরব হাইওয়ে পুলিশ পরিদর্শক ওসি মোজাম্মেল হোসেন জানান, সকাল ৬টার দিকে মহাসড়কের মহামুদাবাদে নিয়ন্ত্রন হারানো কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। আইনি কার্যক্রম চলছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে স্থানীয়রা ও পুলিশের সহায়তায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চালক ঘুমিয়ে পাড়ার কারণে দূর্ঘটনা ঘটতে পারে। আমরা মহাসড়কে যান চলাচল সাভাবিক রাখতে কাজ করছি। বর্তমানে সাভাবিক রয়েছে।
Leave a Reply