নরসিংদীর রায়পুরায় পশু খামারীদের নিয়ে সচেতনতামূলক সভার আয়োজন করে নরসিংদী জেলা পুলিশ। শনিবার সকালে উপজেলার রাজিউদ্দিন আহমেদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। রায়পুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার আলআমিন, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, অফিসার ইনচার্জ ডিবি (নরসিংদী) আবুল বাসার প্রমূখ। উন্মুক্ত আলোচনায় পুশু খামারীরা তাদের বিভিন্ন সমস্যার দিক তুলে ধরেন এবং পবিত্র ঈদুল আযহা কে ঘিরে গরু, মহিষ সহ পশু চুরি-ডাকাতি ঠেকাতে পুলিশী তৎপরতা জোড়দারের দাবী জানান।
Leave a Reply