ইকবাল হোসাইন
মরহম আকবর আলী মেম্বারের সৃতি শ্বরণে, হয়ে গেল দিবা- রাত্রি মিনি ক্রিকেট টুর্নামেন্ট কাপ। ২০২৪ এর শেষ প্রান্তে-২০২৫ এর শুরুতে গজাজরিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ঝাক-ঝমকানো ভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ খেলায় চারটি দলের অংশ গ্রহনের মাধ্যমে সম্পুর্ণ হয়, আদর্শ স্পোর্টিং ক্লাব, বন্ধু মহল স্পোর্টিং ক্লাব, ইয়াং স্পোর্টিং ক্লাব, স্বপ্ন ছোয়া স্পোর্টিং ক্লাব চারটি দলের অংশ গ্রহনে বিজয় লাভ করে বন্ধু মহল ক্লাবটি চেম্পিয়নের মাধ্যমে উল্লস করে।
উক্ত খেলায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম মেম্বার ৩নং ওয়ার্ড গজারিয়াকান্দি,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অলিউর রহমান লাল শাহ,বিশিষ্ট সমাজ সেবক, আবুল হাশেম বিশিষ্ট সমাজ সেবক, মো: হজরত আলী বিশিষ্ট ব্যাবসায়ী, মো: ইদ্রিস মিয়া প্রবাসী ইতালি, আসাদ মিয়া বিশিষ্ট সমাজ সেবক, ইসমাইল বাহিনী বিশিষ্ট সমাজ সেবক, জাইদুল মিয়া বিশিষ্ট সমাজ সেবক।
সম্মনীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী বিশিষ্ট সমাজ সেবক, মো: হারুন মিয়া বিশিষ্ট সমাজ সেবক, মো: মাইন উদ্দিন বিশিষ্ট সমাজ সেবক, ইউসুফ মিয়া বিশিষ্ট সমাজ সেবক, লোকমান মিয়া বিশিষ্ট সমাজ সেবক, আবুল সরকার বিশিষ্ট সমাজ সেবক, আব্দুর রসিদ বিশিষ্ট ব্যবসায়, মো: ছাত্তার মিয়া বিশিষ্ট সমাজ সেবক, মো: গাজী মিয়া বিশিষ্ট ব্যবসায়ী, মো: ওমর আলী বিশিষ্ট সমাজ সেবক সামীম মিয়া প্রবাসী সৌদি আরব, । এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন এলাকার জনসাধারণ।
Leave a Reply