ইকবাল হোসাইন
আজ ঈদুল ফিতর ,মুসলিম উম্মার ৩০ দিন সিয়াম সাধনার পর খুবই আনন্দময় ঈদুল ফিতর উদযাপন হল ।ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত দলে দলে সকলেই ঈদগাহে এসে পৌঁছেছিল । ছোটরা ঈদগা এসে অনেক আনন্দময় করে তুলেছিল। আজ এই দিনে ধনী গরিব কোন ভেদাভেদ নেই, সকলেই এই ঈদ উদযাপন করছে । সবাই তারা তাদের শালীন ভাষার মাধ্যমে অনেক আনন্দ করে তুলেছিল এই দিনটাকে।এই দিনটি মুসলিম জাহানের প্রাণপ্রিয় একটি দিন ।
ঈদের নামাজ শেষে আমরা সকলে মিলে কবর বাসিদের জন্য দোয়া করলাম আল্লাহ যেন তাদেরকে জান্নাত বাসি করেন।
Leave a Reply