ইকবাল হোসাইন
এর আগে বাংলাদেশে চালু হয়েছিল পদ্মা সেতু। নিঃসন্দেহে সে দেশের অহংকার। এবার বাংলাদেশের টুপিতে আরও এক পালক। মেট্রো।
এর আগে ঢাকায় ট্রায়াল রান হয়েছিল মেট্রোর। এদিন দিয়াবাড়ি স্টেশন থেকে মেট্রো আগারগাঁওতে যায়। মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে ট্রেন পৌঁছায় স্টেশনে। সেই ট্রেনে ছিলেন প্রধানমন্ত্রী। ট্রেন থেকে নামতেই উঠল জয় বাংলা স্লোগান। উচ্ছসিত দেশবাসী
এক নতুন দিনের সূচনা হল বাংলাদেশে। পতাকা নাড়িয়ে মেট্রোর সূচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রীসভার সদস্য়রা ছিলেন এদিন প্রথম ট্রেনে। প্রথম ট্রেনের চালক কী বললেন এদিন
প্রধানমন্ত্রীকে নিয়ে ছোটে প্রথম মেট্রো। মেট্রো চালক মরিয়ম হাফিজা একটি বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন, প্রথম যাত্রায় আমি চালক ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন যাত্রী। এটা গর্বের ব্যাপার। এদিকে এদিন কয়েকজন ছাত্রছাত্রীও প্রথম মেট্রো যাত্রার সুযোগ পায়।
এর আগে পদ্মা সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিনের সূচনা করেছিল বাংলাদেশের সরকার। এবার মেট্রো। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, আজকে আমরা বাংলাদেশের অহংকারের আরেকটি পালক সংযোজিত করতে পারলাম।
Leave a Reply