February 10, 2025, 3:59 pm

নাটোরের গুরুদাসপুরে ২৮শ ৮০পিস ইয়াবাসহ আটক ১

নাটোরের গুরুদাসপুরে প্রায় ২৮শ ৮০পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাদ্দাম (২৮) নামে এজনকে আটক করেছে র্যা ব।
মঙ্গলবার (১৭ মে) সকাল ৯টায় গুরুদাসপুর উপজেলা কাছিকাটা টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সাদ্দাম নাটোর সদর উপজেলার ঘোড়াগাছা আমহাটি গ্রামের অহেদ আলীর ছেলে।

র্যা বের এক প্রেস ব্রিফিং এ জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ মঙ্গলবার সকালে র্যা ব-৫ সিপিসি ২ নাটোরের কোম্পানী কমান্ডার ফরহাদ হোসেন ও কোম্পানী উপ অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে র্যা বের একদল সদস্য কাছিকাটা টোলপ্লাজা চেক পোষ্ট এলাকায় অভিযান চালানো হয়।

মাদকবিরোধী এই অভিযান চালানোর সময় ২৮৮০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দামকে আটক করা হয়েছ। আটককৃত মোঃ সাদ্দামের কাছে থেকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম হতে কিনে আনে এবং বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছে।

সাদ্দাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ গোপনে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট ক্রয় ও বিক্রয় করে আসছে। এ ঘটনায় গুরুদাসপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ