ইকবাল হোসাইন
নরসিংদী শেখের চর বাবুর হাটে গতকাল রবি বার রাত ১১টায় কাপড়ের বাজারে আগুন লাগে । আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করেছেন। এখানকার ফায়ার সার্ভিস কর্মকর্তারা যারা আছেন তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলতে পারছে না কি ভাবে এই আগুনের সুত্রপাত হয়েছে। এই জায়গায় আগুন নিভাতে গিয়ে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছে তারা কিন্তু হিমশিম খেয়েছেন এর মূল কারণ হচ্ছে এখানে আগুন নিভাতে গিয়ে কিন্তু পানির যে স্বল্পতা সেই স্বল্পতা কিন্তু অনেকাংশে কম থাকায় কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভাতে হিমশিম খেয়েছেন। এখানে যে দোকানগুলোতে আগুন লেগেছে সপ্তাহে তিন দিন কিন্তু এখানে হাট থাকে বৃহস্পতি, শুক্র, শনি এই তিন দিন হাট থাকে এবং বাকি সময় বন্ধ থাকে বাজারটি। আজকে রবিবার থাকায় এখানকার ব্যবসায়ীরা কিন্তু বাজার বন্ধ করে রাখায় এই আগুনে সূত্রপাত । ব্যবসায়ীরা বলছেন যে এখানে এক একটা দোকানে প্রায় কোটি টাকার মতো তাদের কাপড় ছিল । পানির ঐরকম কোন রিজার্ভার না থাকার কারণে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথম দিকে কিন্তু ব্যাগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য । তবে একটি অংশ পুরোপুরি কিন্তু পুড়ে গিয়েছে । এখানকার ব্যবসায়ীরা কিন্তু যতটুকু পারছে তারা কিন্তু তাদের মালামাল সরিয়ে নিয়েছে। ব্যবসায়ীদের যেই শেষ সম্বল টুকু আছে আগুন থেকে যেন পুড়ে না যায় সেগুলো কিন্তু উদ্ধার করার চেষ্টা করেছেন । এখানে যেন মালামাল রুট না হয় সেজন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করছে পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিসের কর্মীরা সহ র্যাবের কর্মীরাও কিন্তু এই জায়গায় তারা চেষ্টা করেছেন ।একজন ব্যবসায়ী জানান আমার দোকানে ১২ থেকে ১৪ হাজার পিস মাল ছিল আমার সব পুড়ে গেছে। সব মাল এক হাজারের উপরে রেট। ১কোটি ৪০ লাখ টাকার মতো মাল পুড়ছে এখানে মোটামুটি প্রায় দুই আড়াইশো থেকে তিনশো দোকানের মত সব পড়ে গেছে । যে মালামাল ছিলো পুরোপুরি কিন্তু এখান থেকে তারা উদ্ধার করতে পারেনি এবং সম্পূর্ণ মাল কিন্তু তাদের পুড়ে গেছে।
Leave a Reply