ইকবাল হোসাইন
অমর একুশে বইমেলার দ্বিতীয় দিনেই ঢল নেমেছে পাঠক ও দর্শনার্থীর। মেলার বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান দুই অংশই মুখর হয়ে উঠেছে দর্শনার্থীদের পদচারণায়। তবে, মেলার ভেতরে এখনো চলছে ঠকঠক শব্দ আর ধুলায় ধূসর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। এতে ভোগান্তিতে পড়েছেন আগত দর্শনার্থী, পাঠক ও প্রকাশকরা।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সরেজমিনে মেলা প্রাঙ্গণ ঘুরে এ চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, বাংলা একাডেমির সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। প্রবেশপথগুলোতে রয়েছে মানুষের সারি। ভেতরে প্রবেশের সময় প্রথমেই চোখে পড়বে মেলার সুন্দর সাজানো স্টল ও প্যাভিলিয়নের। সেইসঙ্গে সৌন্দর্য ম্লান করে দেবে মেলা প্রাঙ্গণের ধুলোবালি। চারদিকে উড়তে থাকা ধুলোবালি যে কারও বিরক্তির কারণ হবে। সৌন্দর্যবর্ধনের জায়গায় থাকা ময়লার স্তূপ দেখেই নেতিবাচক ধারণা আসবে মেলার আয়োজকদের নিয়ে।
Leave a Reply