February 10, 2025, 3:43 pm

জমে উঠেছে কোরবানী ঈদের গরু মহিষের বাজার

ইকবাল হোসাইন

কোরবানীর ঈদ
আসছে ঈদুল আযহা, সবার ঘরে ঘরে ঈদের আনন্দ বিশেষ করে কোরবানী ঈদ বলে কথা তাই রায়পুরা শ্রীরামপুর গরু হাটে চলছে গরু বেচা কেনার হরদম । কেউ গরু দেখছে কেউ কিনছে কেউ আবার দর দাম করছে।ছোটবড় গরু, মহিষ আমরা বাজার ঘুরে দেথলাম।বাজারে অনেক গরু উঠেছে, দামেও আজ ভাল সাস্রয়।৭০ থেকে এক লাক্ষের মধ্যে ভাল গরু পাওয়া যায়।আমরা বাজারে কয়েক জন পাইকার ও কৃষকের সাথে কথা বল্লাম তারা বল্লেন এইবার বাজারে নিরাপত্তা খবই ভাল খাজনা নিয়েও কোন সমস্যা নাই।এইবার বাজারে ক্রেতা ও বিক্রয়তার আনাগুনা বেশী।একজন ক্রেতার সাথে কথা বলে জানতে পারলাম বাজারে গরু বেশী হওয়ায় যাচাই করে কিনতে পবো।যোগাযোগ ব্যাবস্থা ভাল তাই এই বাজারে ক্রেতাদের আনাগুনা বেশী।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ