ইকবাল হোসাইন :
এখন আর সচরাচর দেখা মিলেনা বেদে পল্লীর বেদেনীদের। আগে প্রায় গ্রাম গঞ্জে বেদের দল দেখা যেতো । আর নদীর পাড়ে তাদের নৌকার বহর ভাসতো, দেখতে অনেক সুন্দর লাগতো অপরুপ নদীর গা ঘেসে তারা বসবাস করতো।এখন কিছু সংখ্যাক বেদেপল্লী সাভার ও কালিগঞ্জে দেখা যায়। আজ কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে বেদেপল্লী।
Leave a Reply