April 25, 2025, 3:02 pm

এ মৌসমে আলু ভাল হয়েছে।

ইকবাল হোসাইন

এ মৌসমে আলু ভাল হওয়ার করনে দাম কমবে আশা করা যায়। ঠাকুরগাও হর দমে আলু তোলা হচ্ছে। কৃষক বাবুল মিয়া আমাদের বলেন ৩০ মন কালকে বিক্রয় করেছি আজ ইনশাহআল্লাহ আরো ত্রিশ চল্লিশ মন আলু উঠাবো । মাঠে কামলারা কাজ করছেন।কৃষক আরো বলেন ৭/৮ বিঘা আলু করছি আশা করি এক বিঘা থেকে ১৮/২০ মন আলু পাবো। আপনারা আমার জন্য দোয়া করবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ