February 10, 2025, 5:58 pm

অবশেষে মুক্তি পেলো হাওয়া

ইকবাল হোসাইন

হাওয়া সিনেমা বাংলা সিনেমা ইন্ডাষ্ট্রিজ এর মোড় ঘুড়িয়ে দেবে পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন আসা করি হাওয়া সিনেমা সফল ও বাজিমাত করবে বাংলাদেশে

সমুদ্রে মাছ ধরাকে কেন্দ্র করেএই হাওয়া সিনেমার গল্প।  দৃশ্য চিত্রায়ন দর্শকদের মুগ্ধ করবে। পরিচালক বলেন এই গল্প জেলেদের সমুদ্রে মাছ ধরার গল্প।

হাওয়া সিনেমার একটি গানসাদা সাদা কালা কালাএই গানটি ইতি মধ্যে ভাইরাল হয়েছে গানটি রচনা সুর করেছেন হাসেম মাহমুদ আর গানটি গেয়েছেন আরফান মৃদা শিবলু গানটির কমপোজিশন করেছেন ইমন চৌধরী

এই গানটি এখন সবার মুখে মুখে। এই ছবি দিয়ে ছোট পর্দার পরিচালক মেজবাউ রহমান সুমন অবিশেখ হবে বড় পর্দায়। তার প্রথম সিনেমায় চঞ্চল চৌধুরীর সাথে আরো অভিনয় করেছেন নাজিফা তুষি,শরিফুল রাজ,সুমন আনোয়ার,সোহেল মন্ডলের মতো শিল্পীরাও। এই সিনেমার প্রধান চরিত্রে যিনি আছেন চঞ্চল চৌধুরীর তিনি এক সাক্ষাৎকারে বলেছেন তিনি বেচে বেচে সিনেমা করেন আর এই হাওয়া সিনেমা দিয়ে হয়তো বাংলা সিনেমার ইন্ডাষ্ট্রিজ দিক পাল্টাতে পারে।

কখনো সুমদ্রে মাঝিদের জালে মাছ না উঠার আক্ষেপ আবার সুমদ্র গভিরে হারিয়ে যাওয়ার কিংবা এক নাড়িকে নিয়ে ঘটতে থাকা নানা অপ্রত্যাশিত ঘটনা চিত্রনাট্যের এমন খেলায় এই সিনেমাটি নির্মান করেছেন

এই ক্যাটাগরির আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ